বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দেওয়ানগঞ্জে যুবকের লাশ উদ্ধার সাবেক স্ত্রী আটক 

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

দেওয়ানগঞ্জে যুবকের লাশ উদ্ধার সাবেক স্ত্রী আটক 

জামালপুরের দেওয়ানগঞ্জে ভুট্টাক্ষেত থেকে ফেরদৌস হাসান নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার উপজেলার উত্তর গামারিয়া গ্রাম থেকে মাটিচাপা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। রাতে তার ২য় স্ত্রী মিষ্টি বেগমকে আটক করে পুলিশ। নিহত ফেরদৌস হাসান উত্তর গ্রামারিয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

নিহতের প্রথম স্ত্রী নাজমা বেগম জানান, তার স্বামী ফেরদৌস গত ১২ মার্চ রাতে খাবার খেয়ে নিজের মুদি দোকানে ঘুমাতে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন। 

 ঘটনায় ১৩ মার্চ স্ত্রী নাজমা বেগম দেওয়ানগঞ্জ থানায় জিডি করেন। নিখোঁজের দুইদিন পর মঙ্গললবার উত্তর গামারিয়া গ্রামের একটি ভুট্টাক্ষেতে মাটি খুঁড়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর বলেন, পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।

টিএইচ